গত চার বছর ধরে প্রায় দেড় হাজার স্কুল শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতায় টেন মিনিট স্কুল নতুন বছরে নিয়ে এসেছে ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫! অনলাইন ব্যাচ ২০২৫-এ ক্লাসের পড়া শেষ হবে ক্লাসেই এবং নিয়মিত এক্সাম ও মেন্টরশিপের মাধ্যমে স্টুডেন্টদের প্রস্তুতি হবে ১০০ তে ১০০। সর্বোপরি, ক্লাস ৭-এর শিক্ষার্থীদের সারা বছরের প্রস্তুতিতে সাহায্য করে তাদের লক্ষ্য পূরণ করবে তাদের বিশ্বস্ত পার্টনার অনলাইন ব্যাচ!
বছর গড়িয়ে আসলো নতুন বছর। সাথে শিক্ষার্থীদের নতুনভাবে প্রিপারেশন শুরু নতুন ক্লাসের জন্য। আর টেন মিনিট স্কুল নিয়ে আসলো নতুন ক্লাসের প্রিপারেশনের জন্য – ৭ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৫।
গত চার বছরে সারাদেশের প্রায় দেড় হাজার স্কুলের লক্ষাধিক শিক্ষার্থীর সাফল্যের পথে পাশে ছিলাম আমরা। বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫ শিক্ষার্থী এবং অভিভাবকদের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। ক্লাস ৭-এর অনলাইন ব্যাচে টেন মিনিট স্কুলের মূল লক্ষ্য থাকে শিক্ষার্থীদের সারা বছর একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে বেসিক ক্লিয়ার করা এবং সবশেষে বার্ষিক পরীক্ষায় সেরা প্রস্তুতি নিশ্চিত এর মাধ্যমে ১০০ তে ১০০ রেজাল্ট করতে সাহায্য করা।
এ বছরের ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫-এ আমরা শিক্ষার্থীদের জন্য তিনটি লক্ষ্য নিয়ে এসেছি।
- ক্লাসের পড়া ক্লাসেই শেষ:
লাইভ ক্লাস, লেকচার শিট, সাজেশন ও টিচারদের প্রশ্ন-উত্তর এর মাধ্যমে আমাদের মূল লক্ষ্য থাকবে যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। প্রতিটি ক্লাসে দুইজন টিচার থাকবেন। একজন পড়াবেন এবং অন্য একজন থাকবেন ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে! - পুরো সিলেবাসের উপর সেরা প্রস্তুতি:
৭ম শ্রেণির সিলেবাস সম্পূর্ণ কভার করা হবে ও দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি যাচাই করা হবে। এছাড়া থাকবে বার্ষিক পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট যা পরীক্ষার আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। - বছর জুড়ে পার্সোনাল সাপোর্ট:
আমাদের সাথে আছে অভিজ্ঞ টিচার প্যানেল যারা সারা বছর জুড়েই শিক্ষার্থীদের মেন্টর হিসেবে থাকবেন। প্রতি মাস শেষে Parents-Teacher Meeting এবং প্রোগ্রেস রিপোর্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন আপডেট পৌঁছে যাবে অভিভাবকের কাছে।
দেরি না করে যুক্ত হও আমাদের সাথে ক্লাস ৭ এর অনলাইন ব্যাচ ২০২৫-এ। সারা বছর আমাদের অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সেরা রেজাল্ট নিশ্চিত করতে ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫ – মেধাবী শিক্ষার্থীদের বিশ্বস্ত পার্টনার!
৭ম শ্রেণির শিক্ষার্থীদের সারা বছর একটি গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫। অভিজ্ঞ টিচার প্যানেল, নিয়মিত এক্সাম ও প্রয়োজনীয় সাজেশন, লেকচার শিট এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থীর ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। দেরি না করে যুক্ত হও আমাদের সাথে ৭ম শ্রেণি- অনলাইন ব্যাচ ২০২৫– এ এবং শুরু করো গোছানো প্রস্তুতি।
