SEO করে Freelancing

SEO করে Freelancing || 10MS Promo Offers

চাকরি কিংবা ফ্রিল্যান্সিং; যেকোনো দিকে ক্যারিয়ার গড়ার জন্য সহজেই শেখা যেতে পারে এমন একটি ডিজিটাল মার্কেটিং বেইজড স্কিল হচ্ছে SEO। গ্লোবাল এই স্কিলটির সকল গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে শিখে, এক্সপার্ট গাইডলাইনে আপনার পছন্দের ক্যারিয়ার শুরু করতে জয়েন করুন আজই!

একটি হতাশা যেটি ক্রমশ দিন দিন বেড়েই চলছে সেটি হলো “চাকরি পাওয়া যাচ্ছে না” কিংবা “সন্তোষজনক চাকরি পাওয়া যাচ্ছে না”। মূলত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির যাত্রায় চাকরিসন্ধানীরা এমন আয়ের সন্ধান করতে পারছে না যার মাধ্যমে স্বাচ্ছন্দ্যভাবে জীবন-যাপন করতে পারবে। এবং তারা ধরেই  নিচ্ছে যে যোগ্যতার অভাব, পরিণামে ডিপ্রেশনেও চলে যাচ্ছে।

বাস্তবচিত্রটি হলো- প্রতিবছর প্রায় ২৫–৩০ লাখ তরুণ-তরুণী শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা সনদপ্রাপ্ত হয়ে চাকরিবাজারে ঢুকছে। অথচ, এর ১০ ভাগের ১ ভাগ কর্মসংস্থানেরও ব্যবস্থা করা সম্ভব হচ্ছেনা। কারণ দেশে সরকারি কিংবা বেসরকারি খাত কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। এই চিত্র রাতারাতিও পরিবর্তন হয়ে যাবে না, এজন্য এই জায়গাতে থেকেই কীভাবে নিজের অবস্থার উন্নতি করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে এবং এর একটি সমাধান হতে পারে নিজের ব্যবসা করা; অপরটি অনলাইন জগতে ফ্রিল্যান্সিং করা।

ফ্রিল্যান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং-এর চাহিদা অনেক বেশি। ২০২৩ সালের মধ্যে SEO সার্ভিসের (চাকরি কিংবা ফ্রিল্যান্সিং) মার্কেট সাইজ হবে ২,২২,৪১০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, SEO দক্ষতা শিখে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে SEO Expert হিসেবে যেমন চাকরির পথ খোলা থাকে; ফ্রিল্যান্সিং-জগতেও ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। WorldWideWebSize এর মতে ২০২০ সালের পরিসংখ্যান অনুসারে ৬ বিলিয়নের বেশি ওয়েবসাইট রয়েছে। এই পরিসংখ্যানটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, কোনো ওয়েবসাইট বা ব্যবসা গুগলে র‍্যাংক করাতে হলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ বা এসইও(SEO) করতেই হবে। বর্তমান ডিজিটাল মার্কেটিং জগতে সবাই এই সেক্টরে প্রচুর টাকা ইনভেস্ট করছে। এই কাজগুলো হয়ে থাকে হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে অথবা ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে। অর্থাৎ চাকরি কিংবা ফ্রিল্যান্সিং যেকোনো দিকেই SEO Expert হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এই ‘SEO করে Freelancing’-টি হতে পারে একটি সমাধান।