Freelancing কী? কীভাবে, কোন উপায়ে এবং কোন মার্কেটপ্লেস থেকে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত? কোন স্কিলের মাধ্যমে আয়ের সুযোগ কেমন? এই প্রতিটি প্রশ্নের উত্তরের পাশাপাশি ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতেই আমরা নিয়ে এসেছি এই কোর্সটি!
বাংলাদেশ যেসব খাতে রপ্তানি করে সবচেয়ে বেশি অর্থ আয় করে, তার মধ্যে ফ্রিল্যান্স ম্যানপাওয়ার হচ্ছে দ্বিতীয়তম। ২০২১ সালে বাংলাদেশে আইটি ফ্রিল্যান্সারদের সংখ্যা ছিলো প্রায় ৭ লক্ষ ৫০ হাজার। ২০২৪ সালে এটি বেড়ে প্রায় ৯ লক্ষ হতে পারে। দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশের মোট ফ্রিল্যান্সারদের মধ্যে মাত্র ২৬.৬% ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারিত হয় হাজারো মানুষ। শুধুমাত্র নামে Freelancer হয় অনেকেই, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে।
ফ্রিল্যান্সিং করে বর্তমানে লাখো মানুষ ডলারে আয় করছেন। অন্যকে দেখে অনেকের নিজেদের ভেতরেই আগ্রহ জন্মে ফ্রিলান্সিং করে একটু ভালো আর্থিক অবস্থানে পৌছাতে। তাই, অনেকেই সামনে না জেনে, না বুঝে, এমন কিছু শিখে এবং করে, যা ঐ ব্যাক্তির জন্য যেমন ক্ষতিকর, তেমনি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্যও এক প্রকার হুমকি। কারণ, তথাকথিত ফ্রিল্যান্সাররা কোনো স্কিল না শিখে, অদক্ষ হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ নেয়। কিন্তু, যথাযথ স্কিল না থাকার কারণে ঐ কাজ ডেলিভার করতে পারে না। এই কারণে, বিদেশি ক্লায়েন্টেদের কাছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্মান কমে যাচ্ছে।
এই ফ্রি কোর্সটিতে আমরা শিখবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কী এবং এর স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা। জানবো, ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আসলেই কি টাকা কামানো যায়? আর সেটা কত টাকা? পাশাপাশি শিখবো ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন এবং কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, তার ৫টি সহজ ও কার্যকরী ধাপ। একইসাথে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে বেসিক বিষয়গুলো জানার পাশাপাশি, কীভাবে সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, কোন স্কিলগুলো সহজে শিখে একটা মিনিমাম আয় করা যায়, কীভাবে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা যায়, ছাত্রজীবন ও কর্মজীবনে ফ্রিল্যান্সিং করার টিপস সহ ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধা ও সতর্কতা সম্পর্কে জানবো।
এই কোর্সটি মূলত ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে একটি বিস্তারিত ধারণা প্রদান করবে, আয় করার কোন নিশ্চয়তা প্রদান করবে না। বাংলাদেশের কনটেক্সটে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক গাইডলাইন নিয়েই সাজানো হয়েছে এই কোর্স। ফ্রিল্যান্সিং জগত সম্পর্কে জেনে, এর যাত্রা শুরু করতে এনরোল করুন টেন মিনিট স্কুলের ‘Freelancing এর হাতেখড়ি’ কোর্সে!